Header Ads

Header ADS

'নাগিন ডান্সের' রহস্য জানালেন মুশফিক

শামিম সাহ বিডি৭৫নিউজ ডেস্ক: নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি টাইগাররা স্বপ্নপূরণের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সিরিজ শেষে সোমবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাকিবরা।
দেশে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে 'নাগিন ডান্স' দিতে দেখা যায় মুশফিককে। আর এর পর থেকেই ভাইরাল হয়ে যায় এই নাগিন ডান্স। হঠাৎ কেন তিনি এমন 'নাগিন ডান্স' নেচে জয় উদযাপন করলেন প্রশ্ন সবার মনেই। আর সে প্রশ্নটাই সোমবার করা হয় মুশফিককে।
আর এই প্রশ্নের জবাবে মুশফিক বলেন, 'প্রত্যেকটা ম্যাচই ভিন্ন। প্রতিটা ম্যাচেরই ভিন্ন পরিস্থিতি, ভিন্ন রকম অনুভূতি থাকে। এমন একটা ম্যাচ জেতার পর…শেষ পর্যন্ত কেউ ভাবেনি ওই ম্যাচটা আমরা জিততে পারবো। এগুলো আসলে বলে কয়ে আসে না।
Powered by Blogger.