Header Ads

Header ADS

কেন সৌম্যর শেষ বল না দেখে সুপার ওভারের প্রস্তুতি নিচ্ছিলেন রোহিত শর্মা?

সুস্মিতা রায়.
বিডি৭৫নিউজ স্পোর্টস ডেস্ক- নিদাহাস ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ভারতের জন্য জয়ের লক্ষ্য রাখে ১৬৬ রান। কিন্তু ব্যাট করতে নেমে লক্ষ্যে পৌঁছতে গিয়ে ম্যাচ প্রায় হারতেই বসেছিল ভারত। রোহিত শর্মা চেষ্টা চালিয়ে গেলেও, শেষ পর্যন্ত তিনিও প্যাভিলিয়নে ফিরে যান।
শেষ ওভারে জয়ের জন্য ভারতের ১২ রান। সৌম্যর করা শেষ ওভারের প্রথম ৫ বলে ৭ রান নিল ভারত। জিততে শেষ বলে প্রয়োজন ৫ রান। স্ট্রাইকে কার্তিক। তখন শেষ শেষ বলের উত্তেজনা ভুলে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত তৈরি হচ্ছিলেন সুপার ওভারের জন্য। অর্থাৎ তিনি যেন ধরেই নিয়েছিলেন, অন্তত চার মেরে ম্যাচ ড্র করে দেবেন কার্তিক। কিন্তু না কার্তিক সেটা করেননি।শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়ন বানান তিনি। ভালবাসার বাংলাদেশ
Powered by Blogger.