Header Ads

Header ADS

সিনেমায় আসছেন তাসকিন,পারিশ্রমিক আকাশছোঁয়া!

শামিম সাহ . বিডি৭৫নিউজ ডেস্ক-
সময়টা ভালো যাচ্ছে না পেসার তাসকিন আহমেদের।দীর্ঘ দিন ধরেই রয়েছেন অফ ফর্মে।বলে নেই সেই ঝাঁজ।সদ্য শেষ হওয়া নিদাহাস ট্রফিতে দুটি ম্যাচ খেলার সুযোগ পেলেও তাতে নিজের নামের সুবিচার করতে পারেননি এই ডান হাতি পেসার।তবে খেলার মাঠে অফ ফর্মে থাকলেও বিজ্ঞাপনে কিন্তু তার দারুণ ফর্ম রয়েছে।তবে এবার কোন বিজ্ঞাপন নয়,আসছেন রুপালি পর্দায়। সম্প্রতি রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ফেসবুক’ নামের সিনেমায় প্রধান নায়কের ভূমিকায় দেখা যাবে তাসকিনকে।তবে তাসকিনের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
Powered by Blogger.